বগুড়ার নন্দীগ্রামে সড়ক কার্পেটিং কাজ উদ্বোধন করেছেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর-তালোড়া সড়কের পদ্মপুকুর-কোশাষ অংশ সড়কের কার্পেটিং কাজ উদ্বোধন করেন তিনি। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তালিম, উপসহকারী প্রকৌশলী সহিদুল আলম, জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ ঠিকাদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটি কার্পেটিং কাজ করা হচ্ছে। এতে এলাকাবাসী ভালোভাবে রাস্তায় চলাচল করতে পারবে। আমি এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজে গুরুত্ব দিয়ে থাকি। এর ধারাবাহিকতা আগামীদিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উপজেলা প্রকৌশলী আবু তালিম বলেন, ৯৫ লাখ ২৫ হাজার ৮০ টাকা ব্যয়ে কুমিড়া পন্ডিতপুকুর-তালোড়া সড়কের পদ্মপুকুর-কোশাষ অংশ ২ কিলোমিটার সড়ক কার্পেটিং কাজ করা হচ্ছে।