বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

দুপচাঁচিয়ায় নবনির্বাচিত জুয়েলার্স এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

গোলাম মুক্তাদির সবুজ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন(বাজুস) দুপচাঁচিয়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্বর্ণপট্টি মুক্তিযোদ্ধা মার্কেটে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন দুপচাঁচিয়া শাখার সভাপতি জাহিদুল হক তালুকদার কাজলের সভাপতিত্বে ও সহসভাপতি শেকুল শেখ এর পরিচালনায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বগুড়া শাখার সভাপতি মতলুবর রহমান রাতুল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা বাজুসের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা শাখার উপদেষ্টা মাহফুজুর রহমান মিন্টু।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিক উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, , বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক, আলহাজ্ব জাকির হোসেন তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, সাবেক পৌর কাউন্সিলর ও যুবদল নেতা রাজিব তালুকদার , উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার, উপজেলা বাজুসের সাধারণ সম্পাদক সাধন কর্মকারসহ বাজুসের জেলা ও উপজেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com