এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি|| বাগেরহাটের মোড়েলগঞ্জ খাউলিয়া ইউনিয়নের বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালাম ও তার সহযোগী জয়নাল গফফার এবং সরোয়ার এর বিরুদ্ধে সাংগঠন পরিপন্থি কার্য্যক্রম পরিচালনা ও দলীয় নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে খাউলিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের বিএনপি নেতা মাহমুদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ টুকু ফরাজী, রিয়াদুল ইসলাম তাহের, মহিউদ্দিন খান উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মাহমুদ জানান, ৫ই আগস্টের পর বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালাম বিভিন্ন দল থেকে আসা নেতাকর্মীদের বিএনপিতে পদ পদবী এবং সদস্য পদ দেওয়ার কথা বলে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দূরে সরিয়ে রাখছেন। তিনি ভুয়া সমন্বয়ক হয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তার মনোনীত কিংবা পছন্দের ব্যক্তিকে দলের বিভিন্ন দায়িত্ব প্রদান করেছেন। আব্দুস সালাম ও তার সহযোগী জয়নাল গফফার, সরোয়ার সহ অনেকে তার এই অবৈধ কাজে সহায়তা করছেন।
তিনি আরো বলেন, খাউলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সরোয়ার হোসেন একজন আওয়ামী পরিবারের লোক। তার বড় ভাই দেলোয়ার গুন্ডা একজন সন্ত্রাসী। চিটারি বাটপারি করে ও সন্ত্রাসী কর্মকান্ড করার অপরাধে প্রশাসনের হাতে নিহত হন। জীবনে কোনদিন বিএনপি’র সাথে সম্পৃক্ততা ছিল না। বিএনপি’র ওয়ার্ড কমিটিতে এডভোকেট আব্দুস সালাম তার নাম অন্তর্ভুক্ত করেছে।
তিনি আরো বলেন, এডভোকেট আব্দুস সালাম ইতিপূর্বে বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। বর্তমানে সদস্য পদ দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করেছে। আমরা বিএনপির সমর্থক হওয়ায় অনেক নির্যাতনের শিকার হয়েছি। শুধু আমরা নয় আমাদের পরিবার ও নির্যাতনের শিকার হয়েছে। সম্পদ হারিয়েছি কোন ব্যবসা-বাণিজ্য করিতে পারি নাই। পক্তাষান্রাতরে ছিল সুযোগ সন্ধানী। তাদের ব্যবসা-বাণিজ্য সবকিছু চালু ছিল। আওয়ামী লীগের সাথে আঁতাত করে সে সময়ে তারা আমাদের উপর নির্যাতন করেছে।
তিনি আরো বলেন, খাউলিয়া ইউনিয়নের বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালাম এবং তার সহযোগীরা ওয়ার্ড কমিটির নির্বাচনে পরাজিত হয়ে “জয় বাংলা’ শ্লোগান দেয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এডভোকেট আব্দুস সালাম ও তার সহযোগীদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।