বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালকিনিতে ডোবা থেকে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার! আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি ‎ ‎- শামসুজ্জামান দুদু বাগেরহাটের রামপালে কথিত সাংবাদিক রাজিবসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা কমিটি ও মামলা বাণিজ্য ‎ ‎গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অভিযোগ আনলেন সাবেক সভাপতি দুপচাঁচিয়ায় নবাগত ইউএনও শাহরুখ খানের সঙ্গে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত দুপচাঁচিয়ায় মৎস্যজীবী সমিতি বাতিল সহ জলমহাল ইজারা স্থগিত করার দাবীতে মানববন্ধন দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু দুপচাঁচিয়ায় ইউএনও’র সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত বাগেরহাটের রামপালে কৃষিবিদ শামীমুর রহমানের পক্ষে কম্বল বিতরণ পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে: শিক্ষা মন্ত্রণালয়

জাতীয়করণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন ইবতেদায়ি শিক্ষকরা

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
জাতীয়করণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন ইবতেদায়ি শিক্ষকরা
জাতীয়করণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন ইবতেদায়ি শিক্ষকরা

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণের দাবিতে টানা নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে শাহবাগের চারুকলা অনুষদের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষকরা। এসময় তারা, গতকাল পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তারা।

প্রাথমিক বিদ্যালয়ের মতো সারা দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন শিক্ষকরা। সোমবার নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইবতেদায়ি শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সারা দেশের ১০ হাজারেরও বেশি মাদ্রাসার শিক্ষকরা।

এর আগে গত ১৯ জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এসব শিক্ষকরা। আন্দোলনে শিক্ষকরা জানান, ১০ হাজার মাদ্রাসার ৫০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

শিক্ষকরা দাবি তোলেন, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও তাদের কোনো ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। দাবি মানা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। তাদের দাবি একটাই, যত দ্রুত সম্ভব মাদ্রাসাগুলো জাতীয়করণ করতে হবে।

এর আগে জাতীয়করণের দাবির অংশ হিসেবে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে রোববার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশবিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে, লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com