বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালকিনিতে ডোবা থেকে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার! আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি ‎ ‎- শামসুজ্জামান দুদু বাগেরহাটের রামপালে কথিত সাংবাদিক রাজিবসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা কমিটি ও মামলা বাণিজ্য ‎ ‎গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অভিযোগ আনলেন সাবেক সভাপতি দুপচাঁচিয়ায় নবাগত ইউএনও শাহরুখ খানের সঙ্গে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত দুপচাঁচিয়ায় মৎস্যজীবী সমিতি বাতিল সহ জলমহাল ইজারা স্থগিত করার দাবীতে মানববন্ধন দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু দুপচাঁচিয়ায় ইউএনও’র সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত বাগেরহাটের রামপালে কৃষিবিদ শামীমুর রহমানের পক্ষে কম্বল বিতরণ পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে: শিক্ষা মন্ত্রণালয়

ছয় দফা দাবিতে ৪ ঘণ্টার আল্টিমেটাম ৭ কলেজ শিক্ষার্থীদের

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
ছয় দফা দাবিতে ৪ ঘণ্টার আল্টিমেটাম ৭ কলেজ শিক্ষার্থীদের
ছয় দফা দাবিতে ৪ ঘণ্টার আল্টিমেটাম ৭ কলেজ শিক্ষার্থীদের

সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ ছয় দফা দাবিতে চার ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে সাত কলেজের পক্ষে ছয় দফা দাবি তুলে ধরেন ইডেন কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ইডেন কলেজ ও বেগম বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সাত কলেজের স্বতন্ত্র রূপরেখা প্রণয়ন করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসির সদস্য এবং ঢাবির ভিসির সমন্বয়ে সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধি দলের সঙ্গে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে।

শিক্ষার্থীদের ৬ দফার দাবিগুলো হলো :
১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।
২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে তা বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।
৫. উদ্ভুত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পার্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে।
৬. ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় সিটি করপোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

এর আগে, রোববার রাতভর সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা। টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও পরিস্থিতি শান্ত করতে পারেনি পুলিশ। নিয়োজিত করা হয় কয়েক প্লাটুন বিজিবি। পরে ভোররাতে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com