বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালকিনিতে ডোবা থেকে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার! আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি ‎ ‎- শামসুজ্জামান দুদু বাগেরহাটের রামপালে কথিত সাংবাদিক রাজিবসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা কমিটি ও মামলা বাণিজ্য ‎ ‎গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অভিযোগ আনলেন সাবেক সভাপতি দুপচাঁচিয়ায় নবাগত ইউএনও শাহরুখ খানের সঙ্গে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত দুপচাঁচিয়ায় মৎস্যজীবী সমিতি বাতিল সহ জলমহাল ইজারা স্থগিত করার দাবীতে মানববন্ধন দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু দুপচাঁচিয়ায় ইউএনও’র সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত বাগেরহাটের রামপালে কৃষিবিদ শামীমুর রহমানের পক্ষে কম্বল বিতরণ পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে: শিক্ষা মন্ত্রণালয়

চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো
চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জানুয়ারি) পল্টনে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা।

বৈঠক শেষে গণমাধ্যমকে মির্জা ফখরুল জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আদায়ের বিষয়ে তাদের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া দশটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে। নির্বাচনের বিষয়েও বিএনপির সঙ্গে ঐকমত্য হয়েছেন বলেও জানান তিনি।

বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো হলো:

১. আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা।

২. দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

৩. ভোটাধিকারসহ সব মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা।

৪. ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।

৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সব অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা।

৬. আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সব শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

৭. ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলব না।

৮. ভবিষ্যতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব।

৯. ইসলামি শরিয়াহবিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলামবিরোধী কোনো কথা কেউ বলব না।

১০. প্রশাসনে এখনও বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।

এর আগে ২১ জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে বৈঠক করেছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com