সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে প্রতিবন্ধি ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে শীতবন্ত্র বিতরন শেরপুরে পৌর ট্রাক টার্মিনালে শ্রমিক নেতার সঙ্গে ব্যবসায়ির হাতাহাতি  ‎সাঁওতাল নারী ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত দুপচাঁচিয়া পৌরসভার ২নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে জয় বাংলা” শ্লোগানের প্রতিবাদ ও বহিঃস্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ ৭ কলেজ শিক্ষার্থীদের সমস্যার সমাধান হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয়করণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন ইবতেদায়ি শিক্ষকরা ঢাবি ও সাত কলেজের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত : আইন উপদেষ্টা

বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল: উপদেষ্টা ফারুকী

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল: উপদেষ্টা ফারুকী
বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল: উপদেষ্টা ফারুকী

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বাংলা একাডেমির পুরস্কার নির্বাচন প্রক্রিয়ায় গোলমাল ছিল। এখন পুরো বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে।

রোববার (২৬ জানুয়ারি) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বাংলা একাডেমিকে বিশেষ মত ও গ্রুপের লোকের আখড়া বানানো হয়েছিল, নতুন চিন্তা প্রবেশের জায়গায় রাখা হয়নি।

এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, সম্প্রতি পুরস্কার ঘোষণা করা হলে নানা মহল থেকে আলোচনা হয়। এরপর বিষয়টি আমরা আমলে নিয়ে তালিকাটি সাময়িক স্থগিত করেছি। তালিকাটি আমরা রিভিউ করব, যদি কারো বিরুদ্ধে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বা ইন্ধনের অভিযোগ প্রমাণিত হয় বা গণবিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকে বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে তার নাম তালিকা থেকে বাদ যাবে।

নাম প্রকাশের আগে যাচাই-বাছাই নিয়ে মহাপরিচালক বলেন, আমরা কোনো প্রক্রিয়ায় ভুল করতে চাইনি। কিন্তু আসলে আমাদের ভুল হয়ে গেছে। আমরা পুরো প্রক্রিয়াটি মেইনটেইন করতে চেষ্টা করেছি। এ কারণেই আমরা ৩ কার্যদিবসের জন্য এগুলো সাময়িক স্থগিত করেছি।

যাচাই প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, গোয়েন্দা সংস্থা এবং আইনি ভিত্তি পায় তাদের সমন্বয়ে এই যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে গত শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষর করা এক নোটিশে তালিকা স্থগিত করা হয়। এতে বলা হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪’ এর এক সভা শনিবার সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com