দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় জলমহাল ইজারা স্থগিত ও অবৈধ মৎস্যজীবী সমবায় সমিতি বাতিলের দাবীতে মৎস্যজীবী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়েছে। গত ২৬জানুয়ারি রোবার সকালে সংগঠনের পক্ষ এ আবেদন করা হয়। আবেদনে উল্লেখ করা হয় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে দলীয় প্রভাব বিস্তার করে মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করা হয় এবং উপজেলার বিভিন্ন জলাশয় তাদের নামে ইজারা নেয়া হয়। এতে এলাকার প্রকৃত মৎস্যজীবীরা সহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা জলমহাল ইজারায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতিকুর রহমান, আসাদুজ্জামান সাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন নাঈম, যুগ্ম আহবায়ক রাকিব হাসান সানি, যুবদল নেতা মোবাইদুন নবী তিতাস, জুয়েল হোসেন, বেলাল হোসেন, ইদ্রিস খান, আরিফুল রহমান অরিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মাদ তালুকদার রুবেল প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।