দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়া এর দুপচাঁচিয়া কাঠ লেবার শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬জানুয়ারি রোববার বিকেলে মেইল বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কাঠ লেবার শাখার সভাপতি শাহিনুর ইসলামের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিকের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি রাসেল মন্ডল। প্রধান বক্তার বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিন্টু খান, সহসভাপতি দুলাল প্রামানিক, শাহজাহান আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিম খন্দকার, কামরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া কাঠ লেবার শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রবি,প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এসময় কাঠ লেবার শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।