পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অন্ত:উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে পীরগঞ্জ সিনি স্টেডেয়ামে পীরগঞ্জ ক্রিকেট একাডেমির আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সৈয়দপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, সিপিবিথর জেলা সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, উপজেলা সভাপতি প্রভাত সমির শাহজাহান আলম, উপজেলা বিএনপির সহ সভাপতি এ কে এম মঈনুল হোসেন সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানূল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাক নসরতে খোদা রান, উপজেলা জামায়াতের সেক্রেটারী বাবুল আহাম্মেদ, পীরগঞ্জ কিক্রেট একাডেমির সভাপতি জিয়াউল্লাহ রিমু, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী কনক সহ রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১৭ টি দল অংশ নিচ্ছে।