দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় দারুস সালাম ক্বওমী মাদরাসায় বার্ষিক সুধী ও অভিভাবক সমাবেশ এবং দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৫জানুয়ারি শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও মাদরাসার মুহতামিম হাফেজ আব্দুর রাজ্জাক এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। প্রধান মেহমানের বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদরাসার মঈনে মুহতামিম হযরত মাওঃ আতাউল্লাহ নিযামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিক উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সাকি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সাখিদার, মাদ্রাসা পরিচালান পর্ষদের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ ফেরদৌস আলম প্রমুখ। আলোচনা শেষে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৩০তম কেন্দ্রীয় ইমতিহানের পুরস্কারপ্রাপ্ত ছাত্রদেরকে পুরস্কার ও তিনজন হাফেজকে পাগড়ী প্রদান করা হয়।