দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪জানুয়ারি শুক্রবার বাদ আসর হাসপাতাল জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিক উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, যুবদল নেতা আশরাফুল আলম, আব্দুস সবুর খন্দকার রাকিব, নাঈম কবিরাজ, মোবাইদুন নবী তিতাস, বেলাল হোসেন, রিয়াদ সরদার, জুয়েল হোসেন, অরিন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক মর্তুজা, মন্টু প্রামানিক, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক সুজন, স্বেচ্ছাসেবকদল নেতা নাসির, হযরত, হক সাহেব, কৃষকদল নেতা আদনান, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মাদ তালুকদার রুবেল প্রমুখ।
অপরদিকে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।