দিনাজপুরে ফুলবাড়ীতে জাতায়াতের উপজেলা শাখার উদ্যোগে জামাতের নেতৃবৃন্দর সাথে স্থানীয় গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (২০ জানুয়ারী) সোমবার রাত ৮টায় ফুলবাড়ী পৌর শহরের উত্তর সুজাপুরস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতের ইসলাম দিনাজপুর জেলা শাখার কর্ম পরিষদের সদস্য মোঃ মঞ্জুরুল কাদের বাবু ।
এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম,শ্রমীক কল্যান ফেডারেশনের ফুলবাড়ী উপজেলার সভাপতি মওলানা মোহাম্মদ মিজানুর রহমানসহ ফুলবাড়ীতে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমীর মওলানা হাবিবুর রহমান চলমান দেশের রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন এবং আগামী ২৫ জানুয়ারী দিনাজপুরে বাংলাদেশ জামায়াতের আমীর মওলানা শফিকুর রহমানের আগমনের সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগীতা কমনা করেন।