সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব রামপালের প্রতিষ্ঠা বার্ষিকী পালন বাগেরহাট পুলিশ লাইন স্কুলে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় কাঠ লেবার শাখার সাধারণ সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় জলমহাল ইজারা স্থগিত ও অবৈধ মৎস্যজীবী সমবায় সমিতি বাতিলের দাবীতে ইউএনও বরাবর আবেদন নন্দীগ্রামে জায়গা নিয়ে বিরোধের সংবাদ সম্মেলনে সাবেক এমপির বিরুদ্ধে মিথ্যাচার রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রসার সুপার মাও: হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম জুলাই অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে: আইন উপদেষ্টা নির্বাচনের কথা শুনলে উপদেষ্টাদের চুল খাড়া হয়ে যায়: মেজর হাফিজ

নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : ফখরুল

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৬
নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : ফখরুল
নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেকোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান ‘গ্রন্থ আড্ডায়’ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাকে কেউ ভুল বুঝবেন না। অনেকেই বলেন, আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন? বিশেষ করে ছাত্রনেতারা। আসলে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, আমি বিশ্বাস করি, নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো।

মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারের আমলে কেউ কথা বলার সাহস না পেলেও এখন সবাই দাবি আদায়ে মাঠে নেমেছে। ধৈর্যচ্যুত হওয়া যাবে না। এই সরকারের দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকায় ভুল-ত্রুটি হচ্ছে। তারা একটি কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছেন। গণতন্ত্র ফিরে এলে এসব ঠিক হয়ে যাবে।

তিনি আরও বলেন, অনির্বাচিত সরকারের চাইতে নির্বাচিত সরকারের সমস্যা সমাধানের ক্ষমতা বেশি থাকে। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে।

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখন যে অস্থিরতা চলছে, এই অবস্থা যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমনকিছু আমরা করব না যাতে নৈরাজ্য সৃষ্টি হয়। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে ধৈর্য ব্যাপারটা ছিল। দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনাগুলোকে তিনি কীভাবে বাস্তবায়ন করবেন, প্রথমেই তিনি যুদ্ধ শুরু করে দেননি। প্রথমে শুনেছেন, সমস্ত বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন। কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। আমি কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক কিন্তু আমাদের ধৈর্য একেবারেই কম। এইতো মাত্র কয়েকটা মাস হয়েছে। এরমধ্যেই আমরা পাগল হয়ে গেছি সব।

তিনি বলেন, আমাদের সরকার অনেক ভুলত্রুটি করছে। ভুল তো তারা করবেই। কারণ, তারা তো কখনও সরকারে ছিল না, রাজনীতিও করেননি। এমনকি রাজনীতি বিষয়টা তারা জানে না, করেনি, ঠিক না? তাদের কে তো সেই সময়টা দিতে হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com