দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গত ১৯জানুয়ারি রোববার বিকেলে তাঁর কার্যালয়ে গিয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা যুবদলের আহবায়ক আফসার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ, ইব্রাহিম আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান, উপজেলা যুবদলের নেতা জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াস কল্লোল, সবুজ, সোহেল রানা, কৃষক দলের নেতা আয়েত আলী, মাহবুর রহমান প্রমুখ।
অপরদিকে দুপচাঁচিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নবাগত উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খানকে ফুলের শুভেচ্ছা এবং বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার জান্নাত আরা তিথি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নওগাঁ জেলায় পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি সাকিব সরদার, আহসান হাবিব শুভ, নাঈম, তালহা, নাকিব, জাহিদ, মেহেদী হাসান খাঁন, সাহিনা খাতুন, সৃষ্টি, হাবিবা, আদিল, রানা, মাছুম, নোমান প্রমুখ।