রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সন্ত্রাসীদের হামলা-লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন বিএনপি’র কমিটি গঠনে আওয়ামী লীগ নেতাকর্মী; প্রতিবাদে সংবাদ সম্মেলন   নন্দীগ্রামে বিকাশ এজেন্টকে পথরোধ করে হত্যার চেষ্টা, চার লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই মোংলায় অসহায় গরীবদের মাঝে  শীতবস্ত্র বিতরণ  বাগেরহাটের রামপালে বিএনপি নেতা কর্মীদের উপর আওয়ামীলীগ নেতার গুলি বর্ষণ: তাজা গুলিসহ আটক- দুপচাঁচিয়ার হাটসাজাপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় পিএফজির মানববন্ধন অনুষ্ঠিত বাগেরহাটের রামপালে ভূমিহীনদের ১০ টি বসতবাড়ি ভাংচুর, মারপিট করে জমি থেকে উচ্ছেদের অভিযোগ আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না : উপদেষ্টা এম সাখাওয়াত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি আগামীকাল

বিএনপি’র কমিটি গঠনে আওয়ামী লীগ নেতাকর্মী; প্রতিবাদে সংবাদ সম্মেলন  

এনামুল হক মোংলা প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
মোংলা প্রতিনিধি।
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনে আওয়ামী লীগের কর্মিদের নাম থাকায় অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মিরা এই কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় এই সংবাদ সম্মেলনে সুন্দরবন ইউনিয়নের ২ নং ওয়ার্ড এবং ৩ নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের একটি অংশ আগামী ১৯ তারিখের ভোট বর্জন করার কথা জানায়।
এসময় অভিযোগ করে সুন্দরবন ইউনিয়নের বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অসাংগঠনিকভাবে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় ভোটাধিকার প্রয়োগে স্থান পেয়েছে স্বৈরাচার আওয়ামীলীগের দোসররা। ৫ই আগস্টের পরে বিএনপি নামধরে দলে যারা ঢুকে পড়েছে আওয়ামী লীগ কর্মীরা। পূর্বে স্থানীয় পর্যায়ে কথা ছিল  ৫১  সদস্য করে ভোটার তালিকা করা হবে। কিন্তু সেখানে প্রতি ওয়ার্ডে  অনিয়ম করে ২০০ থেকে ২৫০ জনকে ভোটার তালিকায় রাখা হয়েছে এবং বিএনপি’র দলীয় কোন্দলে  ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দেওয়া হয়েছে।
তারা বলেন, ভূমিহীন সন্ত্রাসী আওয়ামী লীগের  দোসর  ও চাঁদাবাজ দিয়ে সুন্দরবন ইউনিয়নের  ওয়ার্ড কমিটির সদস্য গঠন করা হয়েছে। আমরা বিএনপি’র নির্যাতিত নেতাকর্মী এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং ত্যাগী নেতাকর্মীদের যেন মূল্যায়ন করে পুনরায় ওয়ার্ড কমিটি গঠন করা হয়, এজন্য সিনিয়র জেলার নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সুন্দরবন ইউনিয়নের  ২ নং ওর্য়াড বিএনপির  সভাপতি পদপ্রার্থী মোঃ ফজলু খাঁন, সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ ওয়াদুদ শেখ, সভাপতি পদপ্রার্থী  ওয়াজেদ আলী শেখ ও   সাংগঠনিক পদপ্রার্থী নজরুল ইসলাম শেখ
Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com