রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সন্ত্রাসীদের হামলা-লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন বিএনপি’র কমিটি গঠনে আওয়ামী লীগ নেতাকর্মী; প্রতিবাদে সংবাদ সম্মেলন   নন্দীগ্রামে বিকাশ এজেন্টকে পথরোধ করে হত্যার চেষ্টা, চার লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাই মোংলায় অসহায় গরীবদের মাঝে  শীতবস্ত্র বিতরণ  বাগেরহাটের রামপালে বিএনপি নেতা কর্মীদের উপর আওয়ামীলীগ নেতার গুলি বর্ষণ: তাজা গুলিসহ আটক- দুপচাঁচিয়ার হাটসাজাপুরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় পিএফজির মানববন্ধন অনুষ্ঠিত বাগেরহাটের রামপালে ভূমিহীনদের ১০ টি বসতবাড়ি ভাংচুর, মারপিট করে জমি থেকে উচ্ছেদের অভিযোগ আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না : উপদেষ্টা এম সাখাওয়াত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি আগামীকাল

বাগেরহাটের রামপালে ভূমিহীনদের ১০ টি বসতবাড়ি ভাংচুর, মারপিট করে জমি থেকে উচ্ছেদের অভিযোগ

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপালের মুজিবনগরে সরকারি জমিতে আশ্রয় নেয়া ১০ টি ভূমিহীন পরিবারের সদস্যদের মারপিট করে সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করে মাছ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে রামপাল থানায় লিখিত অভিযোগ করেন শেখ নুূর মোহাম্মদ।
অভিযোগে জানা গেছে, উপজেলার মুজিবরনগর গ্রামে দীর্ঘ ১৭/১৮ বছর ধরে সরকারি চরভরাটি খাস খতিয়ানভুক্ত জমিতে প্লট আকারে পরিবার পরিজন নিয়ে ভোগদখল করে আসছেন। তারা জমিতে বেড়িবাঁধ দিয়ে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ঘটনার দিন শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শাহাদাৎ ফকির, জাফর ফকির, ইস্রাফিল, মাহাবুব, আ. হাই ও আমানতসহ শতাধিক লোকজন নিয়ে ওই ভূমিহীন পরিবারগুলোর উপর দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা করে। এ সময়ে বাড়ী ভাংচুর, স্বর্ণালঙ্কার লুটপাট ও ঘেরে থাকা মাছ ছিনিয়ে নেয়। এ সময় তাদের মারপিটে মোদাচ্ছের আলী, শাহানাজ বেগম, জান্নাত বেগম, রাবেয়া বেগম, হুমা বেগম, নাসিমা বেগম আহত হন। আহতদের মধ্যে মোদাচ্ছের আলীকে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রতিপক্ষের হামলা ও লুটপাটে ভূমিহীনদের ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহাদাৎ ফকিরের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, নদী ভাঙ্গনে আমাদের চন্ডিতলা মৌজার জমি খাস খতিয়ানভূক্ত হয়। যা আমরা সরকারের বিরুদ্ধে আদালতে জমি ফিরিয়ে পাওয়ার জন্য মামলা করেছি। আজাহার, সরোয়ার, মুজিবর দখলে নিয়ে তা বিক্রি করে খাচ্ছে। আমরা সিএস ও এসে রেকর্ডীয় মালিক। ওরা জোরপূর্বক দখল করে রেখেছে।
অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসির দৃষ্টি আকর্শন করলে তিনি অভিযোগের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারী জমি নিয়ে বিরোধ। নদীর জায়গা দখল বা পাল্টা দখলের ঘটনা ঘটেছে। আমরা আইনগত ব্যাবস্থা নিবো।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com