দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
সহিংসতা মুক্ত সম্প্রীতির দুপচাঁচিয়া গঠনের লক্ষ্যে পিস ফ্যাসিলিটিটর গ্রæপ(পিএফজি) এর আয়োজনে মানববন্ধন কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮জানুয়ারি শনিবার সকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন দুপচাঁচিয়া সুজনের সভাপতি ও পিএফজির সদস্য সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, পিএফজির এ্যাম্বাসিডর আবুল বাশার, একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সমন্বয়কারী সহকারী অধ্যাপক আব্দুস সালাম, সুজনের সম্পাদক আনোয়ারুল আজাদ লিটন, পিএফজির সদস্য অসীম কুমার দাস, মনোয়ারা বেগম, গোলাম ফারুক, মোছাব্বর হাসান মুসা, ইউনুছ আলী মহলদার মানিক, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, এরশাদ মহলদার, দি হাঙ্গার প্রজেক্টর বাংলাদেশ ফিল্ড কো-অর্ডিনেটর রোকুনুজ্জামান আহম্মেদ,ওয়াইপিএজি সমন্বয়কারী সাদমান হাফিজ প্রমুখ। এসময় পিএফজির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
#