শুক্রবার বেলা ১টা দিকে বগুড়ার কাহালু পৌর এলাকার উলট্র পূর্বপাড়া গ্রামে বালতির পানিতে ডুবে সাবিদ নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উলট্র পূর্বপাড়া গ্রামের সিহাবের পুত্র।
জানা যায়, শিশু সাবিদকে তার মা ঘরে রেখে রান্না করতে যায়। সবার অগোচরে শিশু সাবিদ গোসলখানায় ঢুকে পানি ভর্তি বালতির মধ্যে পড়ে যায়। তার মা সাবিদকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে গোসলখানায় বালতির মধ্যে দেখতে পেয়ে দ্রুত তাকে কাহালু উপজেলা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার সাবিদকে দেখে মৃত ঘোষণা করেন।