দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় জোহাল মাটাই ও টেমা ক্রিয়া সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের প্রীতি মহিলা ম্যাচের উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জানুয়ারি শুক্রবার বিকালে জোহাল মাটাই এলাকায় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন চামরুল ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, চামরুল ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিনার, যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সংঘের সভাপতি গোলাম সোবহান, সাধারণ সম্পাদক রিপন ফকির, কোষাধ্যক্ষ আব্দুল গফুর প্রমুখ। প্রীতি ফুটবল টুর্নামেন্টে খাগড়াছড়ি মহিলা দল ১-০ গোলে জয়পুরহাট মহিলা দলকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন লিটন হোসেন। ধারাভাষ্য প্রদান করেন আপেল। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সংঘের সদস্যবৃন্দ ও ফুটবল প্রেমিক।