প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৫, ২:০৩ অপরাহ্ণ
নন্দীগ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও বালু উত্তোলনের বিরুদ্ধে শক্ত অবস্থানে উপজেলা প্রশাসন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও বালু উত্তোলনের বিরুদ্ধে শক্ত অবস্থানে উপজেলা প্রশাসন। সেই সাথে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও বালু উত্তোলনের খবর পেলেই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ থানায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসন।
এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, ১১ জানুয়ারি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের রুপিহার বাজারের আগে সাগলাল রাস্তার নিকট সিংজানী এলাকায়, পোতা বাজার এলাকায়, নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর, ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর, কাথম, ১২ জানুয়ারি নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর এলাকায়, বুড়ইল ইউনিয়নের পেং কলনী বাজার এলাকায়, ১৩ জানুয়ারি নন্দীগ্রাম ইউনিয়নের গোছন এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও ১৪ জানুয়ারি ভাটরা ইউনিয়নের নাগরকান্দি নাগর নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এছাড়াও আরো এলাকায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে। আর ইতোমধ্যে থানায় ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আরো বেশ কয়েকটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার আরো বলেন, অবৈধভাবে মাটি কেটে বিক্রি এবং বালু উত্তোলন করলেই বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 ekattorerdesh. All rights reserved.