প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ
নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূ রুপালী বেগম (৪৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে নন্দীগ্রাম পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের রহমান নগর এলাকার ফেরদৌস আলীর বাড়ির সামনে গোয়াল ঘরের ভিতরে তার স্ত্রী রুপালী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার মেয়ে ফুয়ারা খাতুন।
এরপর সে কান্নাকাটি ও চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে ফেরদৌস আলীকে বিষয়টি জানানো হয়। রুপালী বেগম গোয়াল ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানান, রুপালী বেগম দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলো। সেই কারণেই রুপালী বেগম আত্মহত্যা করেছে। বিষয়টি নন্দীগ্রাম থানা পুলিশকে অবহিত করা হলে নন্দীগ্রাম থানার এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, রুপালী বেগমের আত্মহত্যার বিষয়ে তার পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের জন্য তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 ekattorerdesh. All rights reserved.