মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তারেক রহমানের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ আক্কেলপুরে দুটি এনজিওর অফিসে তালা ঝুলিয়য়ে কর্মকর্তা-কর্মচারীরা লাপাত্তা দুপচাঁচিয়ার তালোড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু দুপচাঁচিয়ায় ওএমএস এর চাল বিক্রয়ের উদ্বোধন গৃহবধূর ওপর নিপীড়নের অভিযোগ, নিরাপত্তার দাবি বাগেরহাটের রামপালে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের লিফলেট বিতরণ বাগেরহাটে রুহুল ও বাবলু বাহিনীর তান্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বাগেরহাটের আলোচিত ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বাদশা গ্রেফতার নন্দীগ্রাম উপজেলা পরিষদের সামনে দোকানে চুরি মোংলায় ঘের দখলের অভিযোগ থানায় অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না

বাগেরহাটের রামপালে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের লিফলেট বিতরণ

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপালে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রামপাল উপজেলা সদর থেকে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এ সব লিফলেট বিতরণ করেন।
নেতৃবৃন্দ উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জুলাই বিপ্লবের রূপরেখা তুলে ধরেন। জুলাই বিপ্লব পরবর্তীতে করণীয় বিষয় সম্বলিত লিফলেটে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষে শুরু থেকেই তারা একটি প্রোক্লেমেশন তথা ঘোষণাপত্র জারির দাবী করে আসছেন। এই ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বতী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল। জনগ। বিপুল সাড়া ও চাপের মুখে সরকার নিজে এ ঘোষণাপত্র জারির ব্যাপারে সম্মতি প্রদান করতে বাধ্য হয়। তারা অনতিবিলম্বে এ ঘোষণাপত্র জারির দৃশ্যমান উদ্যোগ দেখতে চান।

বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন চান অধিকার, ইনসাফ ও মর্যাদাভিত্তিক সমাজ ও রাষ্ট্র। ব্যক্তি ও সমাজের সহাবস্থানে বৈশম্যহীন ও গণতান্ত্রিক এক রাষ্ট্রকল্প যেখানে ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ হবে স্বাধীন ও নিরপেক্ষ। বাহাত্তর-পঁচাত্তরের একদলীয় শাসন এবং এক-এগারোর বিরাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তনে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে গঠন করার সংকল্প ব্যক্ত করবে ওই ঘোষণাপত্র। এ জন্যে ছাত্র আন্দোলন ৫ টি রূপরেখা বেঁধে দিয়েছেন তাদের লিফলেটে।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাজিদুর রহমান জুয়েল, বাগেরহাট জেলা বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. সোলাইমান শেখ, ঢাকা মহানগর বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফাত্তাইন নাইম, বাগেরহাট জেলা বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক ফকির তারেক, সংগঠক সাব্বির রহমান, সংগঠক শারমিন আক্তার শোভা, সহকারী মুখপাত্র তায়েব নূর, রামপাল উপজেলা শাখার মিম বিল্লাহ, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সবুজ, তালিম হাসান প্রমুখ।#

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com