দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ গত বছরের ১৭ ডিসেম্বর দিবাগত রাতে সাদ পন্থী কর্তৃক টঙ্গী ময়দানে অতর্কিত হামলা, নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ওলামা পরিষদের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গত ১০ জানুয়ারি শুক্রবার বিকালে তালোড়া রেলস্টেশন চত্ত¡রে ওলামা পরিষদের সভাপতি মাওঃ মোঃ আনোয়ার হুসাইন এর সভাপতিত্বে ও অধ্যাপক শাহজাহান তালুকদার এবং ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোঃ মিনহাজুল ইসলাম এর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওঃ মোঃ মাহবুবুর রহমান, মাওঃ মোঃ সাইফুল ইসলাম, মাওঃ দেলোয়ার হোসেন, মাওঃ শফিউল আলম, মাওঃ মোঃ মনোয়ার ইসলাম, মাওঃ আব্দুল মজিদ, মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক, মাওঃ আব্দুল বাকি বাদশাহ, মাওঃ রেজাউল হক, মুফতি সুলতান আহম্মেদ, মাওঃ মোঃ মুজাহিদুল ইসলাম, মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক, মাওঃ মোঃ শওকত আলী, মাওঃ আবরারুল হক, তালোড়া ওলামা পরিষদের উপদেষ্টা মাওঃ মোঃ সিরাজুল ইসলাম, মাওঃ কামরুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ শাহালপ্রমুখ। তালোড়া ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত আলেম ওলামাগণ এ সমাবেশে বক্তব্য রাখেন। সমবেশের পর এক বিক্ষোভ মিছিল তালোড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে।
#