প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ
নন্দীগ্রামে চোরাই গরুসহ চোর আটক
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ চোর আটক হয়েছে। জানা গেছে, শুক্রবার (১০ জানুয়ারি ভোর আনুমানিক ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে সুরুজ মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙে একই গ্রামের জেল্লাল হোসেনের ছেলে সজিব হোসেন (২৫) আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের গাভী চুরি করে নিয়ে যাবার সময় সকালে বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পাকা রাস্তায় স্থানীয় লোকজন গরুসহ তাকে আটক করে নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেয়।
এরপর নন্দীগ্রাম থানার এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে সেখান থেকে চোরাই গরুসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে নন্দীগ্রাম থানার এসআই মেহেদী হাসান জানান, খবর পেয়ে বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট চোরাই গরুসহ সজিব হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এঘটনায় থানায় গরু চুরির অপরাধে একটি মামলা হয়েছে। থানা পুলিশ আসামি সজিব হোসেনকে আদালতে প্রেরণ করেছে।
Copyright © 2025 ekattorerdesh. All rights reserved.