শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সান্তাহারে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবীর জেল-জরিমানা দুপচাঁচিয়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থা সদস্যদের কোটি টাকা নিয়ে উধাও ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব ফুলবাড়ী দাদুল কমিউনিটি ক্লিনিক ৩ মাস যাবৎ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী ভারতে মন্দিরের টিকিট সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু মেক্সিকোতে ভাঙা হলো নেতানিয়াহুর মোমের মূর্তি চীনে এমপক্স ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি: ট্রাম্প

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ
শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ

২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। বাংলাদেশের সঙ্গে এবার একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন।

বুধবার (৮ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়।
বিশ্বব্যাপী ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের গুরুত্ব বোঝাতে প্রতি তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। এখনো পর্যন্ত ইউরোপের কোনো দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পান না বাংলাদেশি পাসপোর্টধারীরা।

হেনলি সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বর্তমানে ৪০টি গন্তব্যে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। দেশটির অবস্থান ৫৩তম। ভিসা ছাড়াই ৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন মালদ্বীপের পাসপোর্টধারীরা। এরপর রয়েছে ভারত (৮৫তম), ভুটান (৯০তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)।

এ বছরের সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। ১৯৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন দেশটির নাগরিকরা। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, যার পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান।

যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেন। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেন।
তালিকার একেবারে শেষে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com