বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

বিয়ে নিয়ে যা বললেন তাহসান খান

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
বিয়ে নিয়ে যা বললেন তাহসান খান
বিয়ে নিয়ে যা বললেন তাহসান খান

দ্বিতীয় বারের মত বিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিয়ে করলেও কোনো ঢাক-ঢোল পেটাননি। বরং পারিবারিক আয়োজনেই সকল অনুষ্ঠান ও কার্যক্রম সম্পন্ন করেছেন।

বিয়ে নিয়ে একদল ভক্ত তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। আবার অন্য একটি দল স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তার বয়সের পার্থক্য ও দু’জনের অতীত নিয়ে সমালোচনায় মেতেছেন।

শনিবার (৪ জানুয়ারি) বিয়ের পর সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় অবশ্য প্রকাশ্যে আসতেই হয়েছে তাহসানকে। উদ্দেশ্য, তার নতুন গানের মুক্তি। যে উপলক্ষ্যে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গতকাল সোমবার প্রকাশ পেয়েছে তাহসানের নতুন গান ‘একা ঘর আমার’। এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল এ সংবাদ সম্মেলনের। সেখানে বিয়ে পরবর্তী অনুভূতি জানতে চাওয়া হয় গায়কের কাছে।
জবাবে তাহসান বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে কথা বলে জাতীয় ইস্যু হতে চাই না। তবে আপনারা বিয়ের অনুভূতি জানতে চেয়েছেন, অনুভূতিটা অসাধারণ।’

তাহসান আরও বলেন, ‘আমি শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পাচ্ছি, এটা নিয়ে খুবই আনন্দিত। সব দেশেই নেতিবাচকতা থাকে, আমাদের দেশে একটু বেশি চর্চা হয়। কাটতির জন্য এটা ঘটে। আমার কাজ গান করা, গান করে যাব। আমি আর দশজন মানুষের মতোই। বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায়। তাই বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমার কিছু বলার নেই।’

এদিকে আজ মঙ্গলবার স্ত্রী রোজাকে নিয়ে হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপের বিমানে চেপে বসেন তাহসান। সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তারা রওনা হন। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com