এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি|| বাগেরহাটের রামপালে গত চারদিন (বৃহস্পতিবার) আগে নিখোঁজ হওয়া শিশু মো. আবু তাহলার (৪) মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে দাউদখালী নদীর সগুনা দক্ষিণ পাড়া এলাকায় মো. আজিজ শেখের জাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু আবু তালহা উপজেলার পার গোবিন্দপুর এলাকার মো. তারেক শেখ ও সাদিয়া বেগম দম্পতির সন্তান।
শিশুটি গত বৃহস্পতিবার (০২ জানুয়ারি ) তার বাড়ি থেকে ফয়লা বাজারে যাওয়ার সময় পথিমধ্যে হারিয়ে যায়। পরবর্তীতে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পায়নাি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটি হারিয়ে গিয়েছে বলে একাধিক পোস্ট করা হয়। পরবর্তীতে শিশুর বাবা রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
স্থানীয়রা জানায়, সোমবার (০৬ জানুয়ারি ) ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরার জালে দেখা যায় একটি বাচ্চার মরদেহ। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিখোঁজ হওয়া তালহার পরিবারকে জানায়, তারা এসে উদ্ধার হওয়া মরদেহটি তালহার বলে শনাক্ত করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, বাইনতলা ইউনিয়নের দাউদখালী নদী থেকে নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।