বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন রেজানুর রহমান

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন রেজানুর রহমান
পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন রেজানুর রহমান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মো. রেজানুর রহমান ওই পদে যোগদান করেন বলে আজ রোববার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রেজানুর রহমান এর আগে বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন। ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তা মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com