দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় সদর ইউনিয়নে ভুর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বাস্তবায়নে ৫ জানুয়ারি রোববার সকালে সদর ইউনিয়নের পরিষদে এ পণ্য বিক্রির উদ্বোধন করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, ইউপি সচিব গোলাম মোস্তফা, ট্যাগ অফিসার কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, মেসার্স নেওয়াজ ট্রেডার্স কাহালু এর স্বত্বাধিকারী আব্দুল মান্নান আলীসহ ইউপি সদস্যবৃন্দ। এদিন দুপচাঁচিয়া সদর ইউনিয়নে টিসিবির ডিলারের মাধ্যমে ৮’শ ৮৯ জন কার্ডধারী নিন্ম আয়ের পরিবারের মাঝে ১০০টাকা দরে ২ লিটার সয়াবিন তেল,৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল,৬০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল বিক্রয় করা হয়।