গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ কয়েকদিন ব্যবধানে ঝেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের দাপটে দুপচাঁচিয়ায় থমকে দাঁড়িয়েছে জনজীবন।ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।শীতের তীব্রতা ও কোয়াশার বৃদ্ধিতে বগুড়ার দুপচাঁচিয়া শীতের পোশাক বিক্রিয় হাঁকডাক বেড়েছে। হঠাৎ কনকনে ঠান্ডার সঙ্গে শীতের হিমেল হাওয়া বেড়ে যাওয়ায় গরম পোশাকের বিক্রি জমে উঠেছে ।সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেঁচা-কেনা।দুপচাঁচিয়া বিভিন্ন মার্কেটের দোকানপাট ছাড়াও ফুটপাতের ভ্রাম্যমান দোকানগুলোতে এখন প্রাধন্য পাচ্ছে শীতের নানা ধরনের গরম পোশাকের। ফুটপাতের দোকানগুলোতে এক দান, এক রেট,দেইখ্যা লন,বাইছ্যা লন,এভাবে ডেকে নারী-পুরুষ, স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে-মেয়ে ,তরুন-তরুণীসহ সকল পেশার মানুষদের মাঝে শীতের গরম কাপড় বিক্রি করছে।
ভ্রাম্যমান কাপড় বিক্রিতা ইব্রাহিম হোসেন বলেন,দেশি-বিদেশি হরেক রকম ডিজাইনের শীতের গরম পোশাক সংগ্রহ করেছি। তবে শীতের প্রখট কম হওয়ায় অন্যান্য বছরের এই সময়ের তুলনায় এবার বিক্রি এখন পর্যন্ত কম।