সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
পীরগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আদমদীঘিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  ভূমিদস্যুর আগুনে পুড়ে গেছে গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লী সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে ‎গাইবান্ধায় সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন দুপচাঁচিয়ায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৪৫ তম ভিডিপি দিবস পালিত দুপচাঁচিয়ায় তারুণ্যের উৎসব গোল্ডকাপ ফুটবল টুর্ণামন্টের উদ্বোধন বাগেরহাটে এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ বাগেরহাটে লুটন-বৃটিশ বাংলাদেশী স্কুল পরিদর্শনে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

‎জমি অধিগ্রহণের চেক প্রকৃত মালিকের পরিবর্তে আরেকজনের নামে প্রদান

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১



‎মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
‎গোবিন্দগঞ্জে জমি অধিগ্রহণের ৭০ লাখ টাকার চেক প্রকৃত মালিককে না দিয়ে আরেকজনকে অবৈধভাবে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গাইবান্ধা প্রেসক্লাবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন জমির মালিকের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত বোয়ালিয়া এলাকার শবনম মোসত্মারি। তিনি এ অপকর্মটির জন্য এলএ শাখার দু’জন সার্ভেয়ারকে দায়ী করেছেন।

‎লিখিত অভিযোগে শবনম মোস্তারি বলেন, সাসেক সংযোগ প্রকল্প-২ এর আওতায় হাটিকামরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীত প্রকল্পের আওতায় গোবিন্দগঞ্জের বোয়ালিয়া মৌজার এস/এ-৪২৬ নং খতিয়ানভুক্ত ২৬০৫ দাগের জমি সরকার অধিগ্রহণ করা হয়। ওই জমির ১২ শতকের মালিক আমেরিকা প্রবাসী আরিফা করিম তার ভাবী শবনম মোস্তারিকে অ্যাফিডেভিটমূলে পাওয়ার অব এ্যাটর্নি প্রদান করেন।

সেই অনুযায়ি বোয়ালিয়া মৌজার জেএল নং ২৪১, এসএ খতিয়ান নং ৪২৬, সাবেক দাগ নং ২৬০৫, মোট জমির ৫৩ শতাংশের মধ্যে ১২ শতকের ক্ষতিপূরণ পাওয়ার কথা। কিন্ত সেই জমি দাবি করেন জনৈক সোহরাব হোসেন। এ বিষয়ে তফশীল জমি বাবদ অধিগ্রহণকৃত ৫/১৯-২০ যার মিসকেস নং ৩৮২৪ মামলার শুনানীকালে পাওয়ার অব এ্যাটর্নিসহ ঘোর আপত্তি জানান শবনম মোস্তারি।

পরবর্তীতে ৫/২০১-২০২০ নং এলএ কেসমূলে জমির অধিগ্রহণকৃত ক্ষতিপূরণের টাকা যেন অন্য কারো নামে প্রদান করা না হয় সেজন্য গত ৫ ডিসেম্বর শবনম মোস্তারি জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগটি ৮ ডিসেম্বর রেজিস্টারভুক্ত হয়। যার নং ৮৫৩/২৪। কিন’ আপত্তি উপেক্ষা ও রেজিস্ট্রিভুক্ত অভিযোগের শুনানী না করে উল্লেখিত সোহরাব হোসেনের নামে ৩০ ডিসেম্বর ৭০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

‎সংবাদ সম্মেলনে শবনম মোসত্মারি আরও অভিযোগ করেন, জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার আল আমিন ও কামরুজ্জামান ৭০ লাখ টাকার চেকের জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন। কিন’ তিনি ঘুষ না দেয়ায় সোহরাব হোসেনের কাছ থেকে ২০ লাখ টাকা ঘুষ নিয়ে ৭০ লাখ টাকা চেক দেয়া হয়েছে।

এ বিষয়টি যথাযথ তদনত্ম করে সোহরাব হোসেনের নামে ৭০ লাখ টাকার চেক স’গিত করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শবনমের মামা মো. তৌহিদুল আলম, ইব্রাহিম সরকার।

‎এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম বলেন, যদি চেক প্রদানে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সরকারি নিয়ম অনুযায়ী সোহরাব হোসেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com