আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউপির দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাহান আরা বেগম পূর্ণিমার সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল্লাহ আল নাহিন রাশেদ রবিনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আতোয়ার রহমান, সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাগর খান, পল্লী চিকিৎসক মাজেদুর রহমান, বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপক কামরুজ্জামান পিন্টু, বিএনপি নেতা মঞ্জু, গণমাধ্যমকর্মী তরিকুল ইসলাম জেন্টু, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান, শিক্ষক সন্তোষ কুমার, রওনক জাহান, মাসুরা খাতুন প্রমূখ।
অভিভাবক সমাবেশ শেষে বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়। এসময় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১ থেকে ৫ রোল করা মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়েছে।