এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপালে আগুনে পুড়ে সর্বশান্ত হলেন হতদরিদ্র দিনমজুর হানিফ শেখ। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার কিসমত ঝনঝনিয়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে হানিফ শেখ পরিবারের সদস্যসহ ঘুমিয়ে ছিলেন।
এমন অবস্থায় রাত সাড়ে ৪ টায় কাঠ ও গোলপাতায় নির্মিত ঘরে আগুন লাগে। আগুনে সকল মালামালসহ প্রায় ৪০ মন ধান পুড়ে যায়। এতে তার লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন সে পরিবারসহ খোলা আকাশের নিচেয় এই শীতে বসবাস করছেন।
এ ঘটনায় ভুক্তভোগী ক্ষতিপূরণ চেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছেন বলে জানিয়েছেন।