গাইবান্ধা থেকে মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত নারী পুলিশ সুপার, নিশাত এ্যঞ্জেলার সঙ্গে মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন।পরে সাংবাদিকরাও নবাগত পুলিশ সুপারের সঙ্গে পরিচিত হন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন, (প্রশাসন ও অর্থ) গাইবান্ধা।
অতিরিক্ত পুলিশ সুপার সরিফুল আলম (ক্রাইম এন্ড অপস্) গাইবান্ধা। অতিরিক্ত পুলিশ সুপার, ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিপিএম(এ-সার্কেল), গাইবান্ধা ।
গাইবান্ধা প্রেসক্লাব, সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি , দীপক কুমার পাল, খালিদ হোসেন, অধ্যাপক শফিউল ইসলাম,সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা।
যুগ্ন সাধারন সম্পাদক, জাবেদ হোসেন, মিলন খন্দকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।