বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

এনামুল হক মোংলা প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩

মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি।

ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির আয়োজনে বাগেরহাট জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার ‘Enhancing Safe Drinking Water Security and Climate Resilience through Rainwater Harvesting’ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মাহফুজ-উর-রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির কর্মসূচি প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান। তিনি উল্লেখ করেন, এই প্রকল্পের মাধ্যমে মোংলা উপজেলার ৬টি ইউনিয়ন চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী, সুন্দরবন ও বুড়িরডাঙ্গার মোট ৭২হাজার ৩৬০জন মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ৯হাজার ৯৩৫টি খানা, ৩৫টি কমিউনিটি ও প্রতিষ্ঠানভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, ৪টি ভূপৃষ্ঠস্থ পানি শোধনের ব্যবস্থা হিসেবে সৌরশক্তিচালিত পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) স্থাপন করা হয়েছে। এছাড়া ৫৪টি ক্লাইমেট অ্যাকশন গ্রুপ ও ৬টি ক্লাইমেট ইয়ুথ গ্রুপ গঠন করে কমিউনিটির প্রায় ২হাজার মানুষকে সংগঠিত করা হয়েছে। কর্মশালায় প্রকল্পটির বিস্তারিত কার্যক্রম ও অর্জনসমূহ উপস্থাপন করেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মাহফুজ-উর-রহমান। সমাপনী বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।মোংলা উপজেলার জলবায়ু বিপদাপন্ন মানুষের নিরাপদ পানীয় জলের সমস্যা নিয়ে ২০১৯সাল থেকে কাজ করছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে লবণাক্ততার পরিমাণ দিন দিন বাড়ছে ও খাবার পানির সংকট তীব্র হচ্ছে। এই সংকট মোকাবিলার সবচেয়ে উপযোগী উপায় হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা স্থাপনে সহায়তা করছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি ও ডেনমার্ক সরকার। ’Enhancing Safe Drinking Water Security and Climate Resilience through Rainwater Harvesting’ প্রকল্পের আওতায় ৭২ হাজার ৩৬০ জন মানুষের হাতের কাছে পৌঁছে গেছে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা। ড্যানিশ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের সহযোগিতায় প্রকল্পটি ২০২২সালের জানুয়ারি থেকে ২০২৪সালের ডিসেম্বর পর্যন্ত বাগেরহাট জেলার মোংলা উপজেলায় বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা মোংলা উপজেলার জনগোষ্ঠীদের জন্য হাতের নাগালে নিরাপদ খাবার পানির বন্দোবস্থ করে তাদের জীবনমান উন্নত করার এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যা অন্য এলাকাতেও রূপায়ণযোগ্য। অনুষ্ঠানে প্রজেক্ট লিড উম্মে তানিয়া সুলতানা, প্রজেক্ট ম্যানেজার মো. শফিকুর রহমান, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ব্র্যাক উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com