দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ২৩ডিসেম্বর সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর দুপচাঁচিয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকলাইন, থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ ওমর আলী, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, সাখাওয়াত হোসেন মল্লিক, মোয়াজ্জেম হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক গোলাম ফারুক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী কেএম হেলালুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা লিটন মিয়া প্রমুখ।
#