মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১২
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মোশাররফ করিম
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মোশাররফ করিম

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ছোটগল্প ‘মহাশূন্যে সাইকেল’ অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তাহুয়া লাভিব। এতে গল্পের কেন্দ্রীয় চরিত্র রেজাউল করিমের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।

গত ১৬ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের দৃশ্যধারণ হয়েছে। মোশাররফ করিম ছাড়া এতে আরও অভিনয় করেছেন সায়মা সিরাজী ও রাহাত।

স্বাধীন এ ছবির চিত্রনাট্য পছন্দ হয়েছে বলেই রাজি হয়েছেন মোশাররফ করিম। একদল তরুণের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অনেক দিন পর কাজ করে আজ খুব ভালো লাগছে।

এ প্রসঙ্গে নির্মাতা তাহুয়া লাভিব তুরা বলেন, মোশাররফ করিম পুরোপুরি রেজাউল করিমে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। একজন মোশাররফ করিমকে আমাদের প্রথম ছবিতে অভিনেতা হিসেবে পেয়ে মনে হলো জীবনের প্রাপ্তির খাতায় বিশেষ কিছু যোগ হলো।

তিনি আরও বলেন, মানুষের কল্পনার জগত ও অন্তর্দ্বন্দ্ব এই ছবির মূল বিষয়বস্তু। গল্পের কেন্দ্রীয় চরিত্র রেজাউল করিমের অন্তর্দ্বন্দ্বকে মোশাররফ করিমের মতো আর কেউ ফুটিয়ে তুলতে পারতো কিনা, আমি জানি না। নাটক বা ওয়েব সিরিজে মোশাররফ করিমের অভিনয় যেমন দেখা যায়, আমার ছবিতে সেটার সম্পূর্ণ বিপরীত অভিনয় করেছেন তিনি।

পরীক্ষা প্রযোজনার অংশ হিসেবে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মৃত্তিকা হক, জুয়াইরা মেহেজাবিন, তাহুয়া লাভিব, জয়ন্ত ত্রিপুরা, আরশাদ হাবিব, অর্ণব সিদ্দিকী।

চিত্রগ্রাহক হিসেবে ছবিতে কাজ করেছেন মাজাহারুল রাজু। সায়েম জয় একটি গান গেয়েছেন এবং সম্পাদনা করছেন জাহিদ আহমদ। আগামী জানুয়ারিতে চলচ্চিত্রটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এর আগে, নির্মাতা ফজলুল তুহিনের সরকারি অনুদানের সিনেমা ‘গাঙকুমারী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাহুয়া লাভিব তুরা। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায় মোশাররফ করিমও অভিনয় করেছেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com