সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

কেরাণীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা : ৩ জনের আত্মসমর্পণ

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
কেরাণীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা : ৩ জনের আত্মসমর্পণ
কেরাণীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা : ৩ জনের আত্মসমর্পণ

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। এসময় তারা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিম্মি করে রাখে। পরে যৌথ বাহিনীর তৎপরতায় ৩ ডাকাতকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। এ ছাড়া ব্যাংকের নিজস্ব যেসব কর্মকর্তারা ভেতরে আটকা পড়েছিলেন, তাদেরও নিরাপদে বের করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ,  র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।

পুলিশের কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা তিন ডাকাতকে আটক করেছি। তাদের থানায় নিয়ে যাচ্ছি আমরা। আর ব্যাংকের যেসব কর্মকর্তরা ভেতরে আটকা ছিলেন, তাদেরও বাইরে বের করা হয়েছে। তারা নিরাপদে রয়েছেন। এ ছাড়া ব্যাংক থেকে কোনো টাকা লুট করে নিতে পারেনি ডাকাতরা।

ঘটনাস্থলে থাকা এক  র‌্যাব কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান, ব্যাংকের ভেতরে ৩ ডাকাতকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত ৩টি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ব্যাংকে ডাকাত পড়ার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকের গেটে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। ডাকতরা আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকের কর্মকর্তাদের ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। এ ঘটনায় ব্যাংকের ভেতরে ১২ জন ডাকাত সদস্য থাকার খবর পাওয়া গেছে। এছাড়া, ১০ থেকে ১২ জন গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারী জিম্মি রয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com