এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি|| বাগেরহাট জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে বাগেরহাট জেলার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামদের সাথে মতবিনিময় সভা ও তৃনমূল পর্যায়ে মেডিয়েশন বিষয়ে প্রচালনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর বারটায় ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশন এর উপ-পরিচালক আশেকুজ্জামান এর সভাপতিত্বে মিডিয়েশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার তানভীর আহমেদ। উক্ত মিডিয়েশন সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন,ইসলামিক ফাউন্ডেশনের এর ফিল্ড অফিসার মোঃ ইব্রাহিম, হিসাব রক্ষক শেখ মোঃ রুমী,ইমাম কবির খান,ইমাম মশিউর রহমান,ইমাম মাওলানা বেল্লাল, ইমাম মোঃ ইয়াসিন আলী,ইমাম আরিফুর ইসলাম প্রমুখ। মেডিয়েশন সভায় উপস্থিত বিভিন্ন মসজিদের ইমামদের উদ্দেশ্যে জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম বিনামূল্যে সরকারি আইন সহায়তা ও বিকল্প বিরোধ নিস্পত্তি বা মেডিয়েশন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য উদাত্ত আহবান জানান। মিডিয়েশন সভায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।