মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

সন্তানদের মেধা বিকাশে নজর দিন: বাগেরহাটের রামপালে বিএনপি’র সমাবেশে ডক্টর ফরিদুল ইসলাম…

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপালের শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, রহমানের ৩১ দফার রূপরেখা বাস্তবানে আমরা কাজ করছি। দেশে বিচার বিভাগের সংস্কার করে স্বাধীন বিচার বিভাগ বাস্তবান করতে হবে। গণতন্ত্র ফেরাতে ৩১ দফার মধ্যে সবকিছুই তারেক রহমান উল্লেখ করেছেন। হানাহানি, মারামারি ও বিভেদের রাজনীতি পরিহার করতে হবে। শিক্ষা ব্যাবস্থা ঢেলে সাজাতে হবে। প্রকৃত মেধাবীদের শিক্ষকতায় আনলে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হবে। তাদের ন্যায়পরায়ণতা শিক্ষা দিতে হবে। দুর্ণীতি একটি গর্হিত অপরাধ এটা থেকে তাদের বিরত রাখার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, সুখি, সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মানে নারী পুরুষ সবাাইকে একসাথে কাজ করতে হবে। তারেক রহমান বলেছেন দল ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। যাতে করে মায়েরা সাচ্ছন্দে জীবন যাপন করতে পারে। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী, ঘের দখল, জমি দখল করলে দলের যে কোন পর্যায়ের নেতা-কর্মী হোক না কেন কারো কোন নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। মোংলা বন্দর, ইপিজেড, শিল্প কারখানা সচল করে এ এলাকার মানুষের কর্মসংস্থান করা হবে। তারেক রহমানের প্রতি পূ্র্ণ আস্তা রেখে তার নির্দেশনা মানতে হবে। শনিবার বিকেল ৪ টায় উপজেলার শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসা মাঠে বিশাল জনসভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বাইনতলা ইউনিয়ন বিএনপি’ নেতা মীনা তালুকদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফকির শাহাদাৎ হোসেন, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com