এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপালে খেলাফত মজলিশের উপজেলা কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি রমিজ উদ্দিন শেখ, জেলা সেক্রেটারি মুফতি রুহুল আমিন, সহসাধারণ সম্পাদক মাওলান জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শেখ আ. হান্নান। সম্মেলন পরিচালনা করেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি নুরুল ইসলাম। সম্মানে উপজেলা খেলাফত মজলিশের ১০ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মাওলানা জুলফিকার আলীকে সভাপতি ও মুফতি নুরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।