এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি|| চট্টগ্রামে আইনজীবি সাইফুল ইসলাম আলিফ (৩৫) হত্যাকারীদের গ্রেফতার, বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে সরকারি কৌশলীদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয় ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা (পিপি) এ্যাড. মাহবুব মোর্শেদ লালন, এ্যাড. মোশারেফ হোসেন মন্টু, এ্যাড. মহসীন আলী প্রমুখ।
বক্তারা, বিদেশী একটি শক্তি নানাভাবে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা উগ্র সাম্প্রদায়িক সংগঠন ইসকনের সদস্যদের মাধ্যমে চট্টগ্রামে আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও বিচারসহ ইসকনকে নিষিদ্ধের দাবি জানান হয়।