প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ
মোংলায় প্রেস মিডিয়া ও এসডিডিবি মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোংলা প্রতিনিধি বাগেরহাটের মোংলায় প্রবীণ,প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন (SDDB) প্রকল্পের আয়োজনে প্রেস মিডিয়া, এসডিডিবি প্রকল্পের ক্লাব লিডার,প্রতিবন্ধী, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন কমিটির প্রতিনিধিদের সাথে কারিতাস খুলনা অঞ্চল মতবিনিময় সভা করেছে কারিতাস নামক বে-সরকারী একটি এনজিও সংস্থা।
রবিবার (২৪ নভেম্বর ) দুপুরে মোংলা কলতান শিল্পী গোষ্ঠী মিলনায়তনে এ মতবিনিময় সভার ৫ সংগঠনের সমন্বয়ক জেমস শরৎ কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জি টিভির মোংলা প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু।
কর্মশালায় বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা টাইমস এর চেয়ারম্যান হাফিজুর রহমান, টিভির মোংলা প্রতিনিধি আবুল হাসান, সংরক্ষিত ইউপি সদস্য অর্পা মল্লিক
সহ প্রেস মিডিয়া, বিভিন্ন ক্লাবের লিডার গন, উন্নয়ন কমিটির প্রতিনিধি বৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জনবসতি সমুদ্র বন্দর মোংলায় প্রতিবন্ধীদের জন্য একটু স্কুল এবং থেরাপি সেন্টার খুব গুরুত্বপূর্ণ কেননা সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দাতা সংস্থা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মানবিক ভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা, প্রোগ্রাম টি মিতা হালদার এর সঞ্চালনায় সমাপ্তি হয়।
Copyright © 2024 ekattorerdesh. All rights reserved.