মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলা মোল্লারচর ইউনিয়নের হাতিমারা জমা- জমি সংক্রান্তের জেরে অছিজামাল সহ ২০-২৫ লোক জন নিয়ে মোজাফ্ফর মোল্লার জমি জোরপূর্ব আমন ধান কেটে নিয়ে যায়, আমন ধান কাটার সময় বাধা দিতে গেলে ভূমিদস্যু অছিজামালসহ সাথে থাকা লোকজন জমির মালিক মোজাফফর মোল্লাকে ও তার ছেলে স্ত্রী ভাইসহ ধারারো অস্ত্র লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে, গুরুতর তিনজন যখম হয়,কারো মাথায় চৌদ্দটি সেলাই কারো হাথায় পাঁচটা সেলাই ও এক মহিলার হাত ভেঙে দেয়া হয় , তাদেরকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় আছে,এছাড়া আরো ৬-৭ জন এঘটনায় আহত হয়।মোজাফ্ফর মোল্লা বাদী হয়ে অছিজামানকে প্রধান করে ১৫ জনকে আসামি করে অজ্ঞাত ১০/১৫ জনকে গাইবান্ধা সদর থানায় একটি এজাহার দায়ের করে । গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম মেহেদী জানান এজাহার জমা দিয়েছে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।