বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিবন্ধকতা নেই। চাল, ডাল, পিয়াজ ও ডিমের মতো নিত্যপণ্য আমদানি হচ্ছে। বাণিজ্য উদারীকরণের মাধ্যমে ভারতসহ সবার সঙ্গে সম্পর্ক থাকবে।
বুধবার (২০ নভেম্বর) সকালে কারওয়ান বাজারে টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, পণ্য সরবরাহ ও পর্যবেক্ষণের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে। এ জন্য চাল, ভোজ্যতেল, পিয়াজ, ডিমের আমদানি শুল্ক কমানো হয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষের কাছে ভর্তুকি মূল্যে এসব পণ্য পৌঁছে দিতে সরকারের সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি যায়। ভর্তুকি বাড়ানোর পাশাপাশি, কম দামে পণ্য সংগ্রহের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে কীভাবে কম দামে পণ্য পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে কাজ করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, আলুর দাম বেড়েছে। আলুর মূল্যবৃদ্ধি রোধে বাজার কাঠামোতে কোল্ডস্টোরেজসহ স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে যেখানে দাম বাড়ে সেসব জায়গাগুলোতে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে পর্যবেক্ষণ জোরদার করা হচ্ছে। পাশাপাশি উৎপাদন ও সরবারহে জোর দেন বাণিজ্য উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, রাজধানী ঢাকাতে ৫০টি স্থানে ডাল ভোজ্য তেলের পাশাপাশি আলু বিক্রি করা শুরু হলো। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এরপর নতুন আলু বাজারে আসার পর আলুসহ পণ্যের দাম কমা পর্যন্ত ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি কার্যক্রম চালু থাকবে।