বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

লুলা দা সিলভাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ব্রাজিলে ৪ সেনা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩০
লুলা দা সিলভাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ব্রাজিলে ৪ সেনা গ্রেপ্তার
লুলা দা সিলভাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ব্রাজিলে ৪ সেনা গ্রেপ্তার

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনার অভিযোগে দেশটিতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন সেনাসদস্য ও একজন পুলিশ কর্মকর্তা।

২০২২ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে লুলা দা সিলভাকে তারা হত্যার পরিকল্পনা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুদিন আগে লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রাজিলের পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন সৈনিক এবং একজন পুলিশ কর্মকর্তা বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

বিবিসি বলছে, গ্রেপ্তারকৃতরা প্রেসিডেন্টের অভিষেকের ঠিক দুই সপ্তাহ আগে ২০২২ সালের ১৫ ডিসেম্বর নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা এবং তার ভাইস-প্রেসিডেন্ট রানিং-মেট জেরাল্ডো অ্যালকমিনকে হত্যা করার ষড়যন্ত্রের অংশ ছিল বলে অভিযোগ করা হয়েছে।

২০২২ সালের অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি সেসময় ক্ষমতাসীন জাইর বলসোনারোকে অল্প ব্যাবধানে পরাজিত করেছিলেন। যদিও বলসোনারো কখনোই প্রকাশ্যে তার পরাজয় স্বীকার করেননি।

প্রেসিডেন্ট হিসেবে লুলা শপথ নেওয়ার এক সপ্তাহ পরে বলসোনারোর সমর্থকরা ব্রাজিলের কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায় এবং ভবনগুলোতে ভাঙচুর করে।
পুলিশ শেষ পর্যন্ত দাঙ্গাকারীদের সেসব ভবন থেকে হটিয়ে দেয় এবং কয়েক হাজার দাঙ্গাকারীকে আটক করে।

বর্তমানে ২০২৩ সালের ৮ জানুয়ারির এসব ঘটনাগুলোর তদন্তের পাশাপাশি প্রেসিডেন্ট লুলাকে শপথ নেওয়া থেকে আটকানোর আগের কথিত নানা প্রচেষ্টার বিষয়ে ব্রাজিলে তদন্ত চলছে। তবে লুলাকে হত্যার পরিকল্পনার অভিযোগ এই প্রথম প্রকাশ করল পুলিশ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com