শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল দুপচাঁচিয়ার প্রতিবন্ধী গোফ্ফার নিখোঁজ মহান বিজয় দিবস উপলক্ষে তালোড়ায় মুড়াগাছা আলোকিত সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩ বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার লুট সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। সান্তাহারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ গাইবান্ধা নবাগত নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প

বিজয় দিবস কারো একার নয়, দেশের সবার : স্বরাষ্ট্র উপদেষ্টা

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৭
বিজয় দিবস কারো একার নয়, দেশের সবার : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজয় দিবস কারো একার নয়, দেশের সবার : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৬ ডিসেম্বর আমাদের দেশের সবার জন্য। বিজয় দিবস কারো একার নয়। এটা আমাদের সবার বিজয়।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। বিজয় দিবস যেন ভালোভাবে উদযাপন করতে পারি এবং কোনো দুর্ঘটনা না ঘটে এজন্যই আজকের এই সভা। ১৬ ডিসেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৬ ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে।

সব জায়গায় একই রংয়ের পতাকা উত্তোলন করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা অনেক সময় দেখেছি একেক জায়গায় একেক একেক রঙের পতাকা টানানো হয়। এটা যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। সব জায়গায় একই রঙের পতাকা টানানো হবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় ভালোভাবে আলোকসজ্জা করা হবে।

১৬ ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের নাশকতা হতে পারে কি না- এ বিষয়ে উপদেষ্টা বলেন, না কারো পক্ষ থেকে হবে না। ১৬ ডিসেম্বর তো আমাদের দেশের সবার জন্য। বিজয় দিবস কারো একার নয়। এটা আমাদের সবার বিজয়।

বিজয় দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, ১৬ ডিসেম্বর সবার জন্য। এ বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‘ইন্ডিয়ান মিডিয়া অনেক কিছু বলে আপনারাও বলেন। সত্যি ঘটনা যদি আপনারা প্রকাশ করে দেন একটা সময় ইন্ডিয়ার মিডিয়ার (অপপ্রচার) বন্ধ হয়ে যাবে।’

আওয়ামী লীগ চট্টগ্রামে মিছিল করেছে। এটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে- এ বিষয়ে তিনি বলেন, আমি কাল চট্টগ্রামে যাচ্ছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে করবেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com