কিংবদন্তী সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘পথের পাঁচালী’। ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ খ্যাত অভিনেত্রী উমা দাশগুপ্ত আর নেই। মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে অভিনেতা চিরঞ্জিত বলেন, ‘সকালে উমার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গেছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তাঁর।’ চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন উমাদেবী।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি ‘পথের পাঁচালী’। এ সিনেমায় ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী উমা দাশগুপ্ত।
কিশোরী দুর্গা চরিত্রকে সেলুলয়েডের ফিতায় অভিনয়ের মাধ্যমে জীবন্ত করেছিলেন উমা। এই একটি সিনেমায় অভিনয় করেই চলচ্চিত্র জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন। তবে এরপর আর তাকে সিনেমায় পর্দায় দেখা যায়নি।
উমার বাবা কখনই চাননি তার মেয়ে সিনেমা জগতে অভিনয়ে ক্যারিয়ার শুরু করুক। তবে পরিচালক সত্যজিত রায় এবং তার বন্ধু উমার স্কুলের প্রধান শিক্ষকের অনুরোধে রাজি হন অভিনেত্রীর বাবা।
‘পথের পাঁচালী’ অভিনয়ের পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি উমা। ব্যক্তিজীবনে ক্যারিয়ার হিসেবে শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন কালজয়ী এ অভিনেত্রী।