মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাহিত্য প্রেমী ও দক্ষ সংগঠক সিরাজুল হক মন্টুর গল্প নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই সান্তাহার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান বাগেরহাটে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩৩
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা।

রবিবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘১৮তম শিক্ষক নিবন্ধন ভুক্তভোগী পরীক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়

মানববন্ধনে পরীক্ষার্থীদের পক্ষে ইলিয়াস হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি। আন্দোলনে অংশগ্রহণ করার কারণে দীর্ঘদিন নিজেদের ঘরে থাকতে পারিনি। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, আন্দোলনকারী ছাত্র সমাজ আজ এনটিআরসিএর মাধ্যমে বৈষম্যের শিকার হচ্ছে।

তিনি বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সব বিষয় পাস নম্বর হিসেবে ৪০ বিবেচনা করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক পরীক্ষার্থী ১০০ নম্বরের সঠিক পরীক্ষা দিয়েও লিখিত পরীক্ষায় ফলাফলে অকৃতকার্য দেখানো হয়েছে। অথচ আমাদের অনেক সহপাঠী মাত্র ৪০ নম্বর উত্তর করেছে কিন্তু তাদেরই ফলাফলের তালিকায় নাম এসেছে। যা কোনো বড় ধরনের ভুল ছাড়া হওয়ার কথা নয়। আমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।

এ সময় তারা যেসব দাবি উপস্থাপন করেন সেগুলো হলো-
১. ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলমান অবস্থায় দ্রুততম ভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করতে হবে।
২. এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকীকে পদত্যাগ করতে হবে।
৩. পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর উল্লেখসহ এনটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
৪. পরীক্ষার্থীদের খাতা অন্য কোনো খাতার সঙ্গে সংযুক্ত করে অকৃতকার্য করা হয়েছে কি না তা তদন্ত করতে হবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com